স্বশিক্ষিত ভদ্রলোক
Published : 23 Sept 2015, 06:42 PM
Updated : 23 Sept 2015, 06:42 PM

খাবারের যেমন প্রকারভেদ আছে, তেমনি সম্পর্কেরও আছে!

আমাদের নিত্যদিনের খাবারের তালিকায় যা থাকে, সেগুলোর স্বাদের মধ্যে তেমন একটা তারতম্য হয়না। ভাত-রুটি, মাছ-মাংস, ডাল-সবজি এসব, কেও আমরা প্রতিদিনই আয়েশ করে খাইনা, কিন্তু খাই ঠিকই, এর মধ্যে ভালোলাগা বা না'লাগার কোন ব্যাপার থাকেনা। ভালোলাগা না'লাগার ব্যাপারটা আক্ষরিক অর্থে ভূমিকা রাখে, যখন কোন একটা রেস্তোরাঁয়/ স্ন্যাক্‌স কর্নারে নতুন কোন খাবারের স্বাদ গ্রহন করি। যদি খাবারটা ভালো লেগে যায়, পরের বেশ কিছুদিন আমরা নিত্য-তালিকার বাইরে ঐ খাবারটা'কেই প্রাধান্য দিয়ে থাকি (এখানে সংখ্যা একাধিকও হতে পারে)। একটা সময় ঐ খাবারের প্রতি আমারা আগ্রহ হারিয়ে ফেলি, নতুন কোন স্বাদ খুঁজে পাই, ব্যাস্ততার অজুহাতে অথবা বাঁটোয়ার স্বাস্থ্যের কথা ভেবে, কিংবা স্রেফ অনিহা-বশত আগের মত আর সেই স্বাদ উপভোগ করা হয়না।

আমাদের পারিবারিক/ রক্তের সম্পর্কগুলো নিত্যদিনের খাবারের মত। এঁদের সঙ্গে আমাদের সম্পর্কের তেমন একটা তারতম্য ঘটেনা। তাঁরা আমাদের জীবনে গতকাল যেমন ছিলো, আজও আছে, আগামীকালও তেমন থাকবে। বিপত্তি ঘটে, যখন আমরা নতুন কোন সম্পর্কে জড়াই, হোক সেটা শুধুই মোহ, নিরেট ভালোবাসা কিংবা নিখাঁদ বন্ধুত্ব। প্রথম ক'দিন বেশ আগ্রহভরে সম্পর্কটাকে সময় দিয়ে যাই, এই সময় দেয়াটা'কে সার্থক'ও মনে হয়। কিন্তু, ক'দিন বাদে এই সম্পর্কটি'তে আর কোন সার্থকতা খুঁজে পাইনা, আগ্রহ কমতে কমতে তলানিতে এসে ঠেকে, একটা সময় কিছুই অবশিষ্ট থাকেনা!


শুধু মাঝে মাঝে মনে পড়ে, 'সেই পুরনো স্বাদ'!!

Facebook: https://www.facebook.com/mortuza.abdullah.9