আমাদের জাতীয় পতাকা-সহজ প্রাপ্তি কঠিন ব্যবহার

মোত্তালিব দরবারী
Published : 13 Dec 2012, 04:48 AM
Updated : 13 Dec 2012, 04:48 AM

গতকাল ময়মনসিংহ কমার্স কলেজের সামনে থেকে ছবিটি তোলা। যিনি পতাকা কিনছেন, তাকে জিজ্ঞেস করলাম আপনি আমাদের জাতীয় পতাকার ব্যবহার জানেন কি? একেবারে সোজা উত্তর-না। কাছেই ছিল ঐ কলেজের একজন ছাত্র, তার কাছে জানতে চাইলাম-জাতীয় পতাকা অর্ধ-নমিত করে রাখতে হলে কোথায় বাঁধতে হয়? ছাত্র বল্লো খুঁটির মাঝখানে। তখন দেখি পাশ দিয়ে একটি বাস যাচ্ছে-যার দু-পাশে দুটি পতাকা লাগানো। বিক্রেতা জানালো গাড়ীর ড্রাইভাররা যত পতাকা কিনে সবগুলোই কিনার সাথে-সাথে গাড়ীতে লাগায় এবং অধিকাংশ পতাকা না ছেঁড়া পর্যন্ত গাড়ীতেই লাগানো থাকে।
সরকার অনেক বিষয়েই নিজ খরচে রেডিও-টিভিতে অনেক প্রচারণা চালায়, এ বিষয়টিতেও মনে হয় ব্যাপক প্রচার চালানো উচিত।