কুয়াশা ও শীতে বোর চাষ হুমকীর মুখে

মোত্তালিব দরবারী
Published : 30 Dec 2012, 11:26 AM
Updated : 30 Dec 2012, 11:26 AM

সারাদেশ এখন কুয়াশার চাদরে ঢাকা। আমাদের দেশের কৃষকদের পরবর্তী ফসল বোর ধানের চারা বেড়ে উঠার সময় এটি। ঘন কুয়াশা প্রচণ্ড ঠাণ্ডার কারণে ব্যহত হচ্ছে বোর ধানের চারার বেড়ে উঠা। যার প্রভাব পরবে আগামী বোর মৌসুমে। চাষীদের লাগানো চারা যে হারে ক্ষতিগ্রস্থ হচ্ছে তাতে অনেক কৃষক অর্ধেক জমি লাগাতে পারবে। কোন কোন কৃষকের পুরো চারাই নষ্ট হয়ে যাচ্ছে আবহাওয়ার কারণে।

ছবিটি আজ ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার দশ মাইল নামক স্থান থেকে তোলা।