শেখ হাসিনা-নিজামি-এরশাদ-খালেদা-ইনু-মেনন সমঝোতা পাবলিকের কী হবে?

মোত্তালিব দরবারী
Published : 1 July 2011, 06:28 PM
Updated : 1 July 2011, 06:28 PM

সংবিধান সংশোধন বিষয়ে কথা হচ্ছে দু'জন আম-পাবলিকের মধ্যে-

আম-পাবলিক-১ আচ্ছা ভাই দেশে এতবড় একটা ঘটনা ঘটল-অথচ কেউ টু শব্দ
করছে না-কারণটা কী বলুন তো?
আম-পাবলিক-২ কারণটা একেবারে সোজা।
আম-পাবলিক-১ সোজা! বলেন কি?
আম-পাবলিক-২ হ্যাঁ। কারণটা সমঝোতা।
আম-পাবলিক-১ সমঝোতা! কিরকম সমঝোতা? একটু বিস্তারিত বলবেন?
আম-পাবলিক-২ শুনতে চান? শুনুন-(সংক্ষেপে)
সমঝোতা (১) আওয়ামীলীগ টু জামাত- ধর্ম ভিত্তিক রাজনীতি
করার সুযোগ প্রদান।
সমঝোতা (২) আওয়ামীলীগ টু জামাত+এরশাদ-
রাষ্ট্রধর্ম ইসলাম।
সমঝোতা (৩) আওয়ামীলীগ টু জামাত+এরশাদ+খালেদা
(বিএনপি)- বিসমিল্লাহির রাহমানির
রাহিম+রাষ্ট্রধর্ম ইসলাম।
আম-পাবলিক-১ এতক্ষণত ভালই বল্লেন- ইনু, মেননের কি হবে?
আমপাবলিক-২ কোন চিন্তা নাই। হাইকোর্ট ইতোমধ্যেই রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্ম
ভিত্তিক রাজনীতি করার সুযোগ বন্ধ করে রায় দিয়াছে। তাই
সংশোধনী পাশের আগে শেখ হাসিনা ইনু-মেননকে বলেছেন
আপাদত ক্রসফায়ার(ফ্লোর ক্রসিং) থেকে রক্ষা পান-পরে
হাইকোর্টে চলে যাবেন। আশা করি, রায় আপদের বিপক্ষে
যাবেনা।
আম-পাবলিক-১ এটাও না হয় বোঝলাম। তত্ত্বাবধায়কের কি হবে?
আমপাবলিক-২ কেন আন্দোলনের জোর বোঝে আওয়ামীলীগ ৫ মন্ত্রী রেখে
বাকিদের ৫ মন্ত্রী দিয়ে দিবে।
আম-পাবলিক-১ এতক্ষণ যা বল্লেন তা যদি সত্য হয়, তাহলে-
আম-পাবলিক- ২ সেটা আর বলতে হবে না ভাই —-অপেক্ষা করুন—

(লেখার গতি কম থাকার কারণে বিস্তারিত লেখতে পারলাম না)