হারিয়ে গেছে ভাষা – চোখে শুধু জল

মোত্তালিব দরবারী
Published : 12 July 2011, 08:09 AM
Updated : 12 July 2011, 08:09 AM

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মিনি ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে অন্তত ৪৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মিরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল তারা।
আজ একটু দেরিতে নেটে বসেছি। তাই ব্লগে এ নিয়ে কি হয়ছে জানার জন্য নেট খুলতে গিয়ে মহা বিপত্তি। ৪ বার ডিসকানেক্টের পর নেট খুলে অনলাইনে নিউজ গুলো দেখে চোখের পানি আটকাতে পারলাম না। বহু কষ্টে এ লেখাটুকু লেখলাম যদি পোষ্ট করতে পারি তাহলে আজ এখানেই ইতি। ক্ষমা করবেন অক্ষমতার জন্য।

কয়দিন পূর্বে মটর সাইকেল চালিয়ে কর্মক্ষেত্র থেকে ফিরছিলাম। এরকম একটি খেলা শেষে ময়মনসিংহ শেরপুর রাস্তার উপর ফুলপুরের কাছাকাছি ছেলেরা যেভাবে আনন্দ মিছিল করছিল তাতে মটর সাইকেল নিয়ে দাড়িয়ে থাকা ছাড়া কোন উপায় ছিল না। তখন আমার দুটি ছেলেমেয়ের কথা ভেবে রাস্তার পাশে নির্বাক দাড়িয়ে ছিলাম। ওরাও নিশ্চয়ই এরকম আনন্দ করে। তাই ওদের মধ্যেই কল্পনা করছিলাম নিজের সন্তানের মুখ। গত কালের দূর্ঘটনার পর একই ভাবে কল্পনা করলাম ওদের মধ্যে নিজের সন্তানদের।