আফগানিস্তানে নিহত মহিউদ্দিনের দাফন সম্পন্ন- আবারো পরিকল্পিত হত্যার অভিযোগ

মোত্তালিব দরবারী
Published : 7 May 2012, 10:18 AM
Updated : 7 May 2012, 10:18 AM

রবিবার মহিউদ্দিনের লাশ আসবে, যে কোন সময় এ অপেক্ষায় ছিলেন তার পরিবারসহ আশপাশের গ্রামের মানুষ গুলো। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছেনা তাদের। মিডিয়া কর্মীরা সকাল থেকে নিহত মহিউদ্দিন হেলালের বাড়িতে অপেক্ষা করছিল। বার বার খবর আসছে আধঘন্টার মাঝেই আসছে মহিউদ্দিনের লাশ। অপেক্ষার বাঁধ ভাংছে বার বার কিন্তু লাশবাহী গাড়ি আর আসছে না। ঘড়ির কাটা যখন ৩ টা ৫৫ মিনিট ঠিক ঐসয়ম আলিফ মেডিকেল সার্ভিসের লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নিয়ে আসে আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হাতে নির্মমভাবে খুন হওয়া মহিউদ্দিন হেলালের লাশ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বেতবাড়ি নিজ গ্রামে। কফিন থেকে লাশ বের করার সময় এমন এক দৃশ্যের অবতারনা হয় যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠে। বৃদ্ধা মা আমেনা খাতুন পুত্র শোকে পাগল প্রায়। স্ত্রী পারভীন আক্তার কারও সাথে কোন কথা বলছেনা বার বার মূর্ছা যাচ্ছে। মানুষ দেখে শুধু ফেলফেল করে তাকিয়ে থাকে। মহিউদ্দিনের শিশু পুত্র ইসফাক ও শিশু কন্যা মোহনাও স্তব্ধ হয়ে গেছে। ওরা কথা বলছে না কারো সাথে।

বিকাল সাড়ে ৫ টায় ব্র্যাকের ডিরেক্টর অভারসিস সাব্বির আহামেদ চৌধুরী, প্রধান হিসাব রক্ষক শিব নারায়ন কৈরী, সরকারী লিয়াজু অফিসার জাফর আহামেদ, আন্তর্জাতিক প্রোগ্রামের প্রধান ইমরান মতিন, রিজিওনাল ম্যানেজার এম এফ ময়মনসিংহ ইমরুল চৌধুরী আনুষ্ঠানিকভাবে মহিউদ্দিন হেলালের লাশ হস্তান্তর করেন। পরিবারের পক্ষে লাশ গ্রহন করেন নিহতের চাচা মাওঃ ওয়াজেদ আলী, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সেলিম, এড. গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ভুঞা। নিহতের পরিবারকে ব্র্যাকের পক্ষ থেকে ১০ লাখ টাকা প্রদানের ঘোষনা দেওয়া হয়। মাগরিব নামাজের পূর্বে নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযার পূর্বে নিহতের ভগ্নিপতি মহিউদ্দিন পরিবারের পক্ষে বক্তব্য দেওয়ার সময় অভিযোগ করে বলেন, ব্র্যাকের কর্মকর্তারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে মহিউদ্দিন হেলালকে। মহিউদ্দিন হেলালের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচার দাবী করেছেন তিনি।