রোহিঙ্গা সমস্যা এবং সমাধান

পারভেজ শামীম
Published : 15 June 2012, 05:08 AM
Updated : 15 June 2012, 05:08 AM

আমার মতে সবার উর্ধ্বে মানবতা। মানবতার দিক থেকে আমরা যতই নিষ্ঠুর হয় না কেন, তা লঙ্ঘন হবেই। কোন প্রক্রিয়াতেই রোহিঙ্গা ঠেকানো যাবে না। কিছুটা রোধ করা যাবে মাত্র। তাই এখন থেকেই যারা প্রবেশ করছে বা করানো হচ্ছে তাদের যথাযথ তালিকায় ছবিসহ যাবতীয় ফিঙ্গার প্রিন্টসহ মানবতা প্রদর্শন করা যেতে পারে। যাতে ভবিষ্যতে সংশ্লিষ্ট দেশের সাথে বা জাতীয় পর্যায় আলোচনা সাপেক্ষে তার সুষ্ঠু সমাধা এবং কোন প্রকার অরাজকতায় সম্পৃক্ত হলে সহজেই তা সনাক্ত করা যায়।