গণতন্ত্রকে কেন গলাটিপে হত্যা করা হচ্ছে?

মামুনুর রশিদ
Published : 4 Jan 2015, 10:37 AM
Updated : 4 Jan 2015, 10:37 AM

কাগজে কলমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের দেশের সব রাজনৈতিক দলগুলো নাকি সংগ্রাম করে যাচ্ছে কিন্তু সাম্প্রতিক সময়ে ক্ষমতাশীল রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ যে কার্যকলাপ গুলো চালিয়ে যাচ্ছে তা কি আধো গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে পড়ে?

প্রত্যেক রাজনৈতিক দলেরই সভা, সমাবেশ করার অধিকার রয়েছে। সরকারের ভাল, খারাপ দিকগুলো নিয়ে আলোচনা, সমালোচনা করার অধিকার রয়েছে কিন্তু বাংলাদেশের প্রতিটি শাসক শ্রেণির রাজনৈতিক দলেই সে অধিকারকে বারবার খুণ্য করছে।

বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দলকে সভা,সমাবেশ করতে না দেওয়া গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার সমতুল্য। শাসকশেণির নোংরা রাজনীতির পরিচায়ক।

এভাবে গনতন্ত্রকে হত্যা করা অব্যাহত থাকলে, সভা, সমাবেশ নিষিদ্ধ থাকলে যে সরকারটি ক্ষমতায় থাকবে তারা হবে দুর্বল। জনগণের কল্যানে তাদের ভূমিকা প্রশ্নাতীত হয়ে উঠবে। তাই সরকারের উচিত সকল রাজনৈতিক দলকে শান্তিপূর্ন সভা, সমাবেশের অনুমতি দিয়ে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখা।

মামুনুর রশিদ, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
mamunurrashidmiajee@gmail.com