চেতনা ব্যবসায়ীদের পরিহার করুন

মামুনুর রশিদ
Published : 18 March 2018, 07:27 AM
Updated : 18 March 2018, 07:27 AM

বঙ্গবন্ধুর  জন্মদিন, জাতির জনকের জন্মদিন, বাংলাদেশের স্থপতির  জন্মদিন। বঙ্গবন্ধুর নাম যখনি স্মরণ হয় তখনি শ্রদ্ধ্যায় মাথা নত হয়ে আসে। নিজেকে সৌভাগ্যমান মনে হয় এই ভেবে যে, আমি বঙ্গবন্ধুর দেশে জন্মগ্রহণ করেছি। কিন্তু আবার খুব কষ্ট পাই যখন দেখি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ না করে একদল চেতনা বিক্রির ব্যবসায় জড়িয়ে পড়েছে। দুঃখজনক হলেও সত্য এ চেতনা বিক্রির ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চেতনাধারীরা আজ সব কিছু লুটেফুটে খাওয়ার ধান্ধায় মহা ব্যস্ত। অনেকে চেতনা বিক্রির ব্যবসায় বেশ সফলও হচ্ছে। আংশকা হচ্ছে এ চেতনা বিক্রি ব্যবসায়ীদের যদি এখনি ধমন করা না যায় তাহলে এক সময় এরাই বঙ্গবন্ধুর আদর্শকে বিকৃত করবে, বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। তাই আশেপাশের চেতনা ব্যবসায়ীদের পরিহার করুন।

পিতা আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার আদর্শকে সারাজীবন লালন করার শক্তি দাও হে প্রভু।

মামুনুর রশিদ
ফ্রিল্যান্স কলামিস্ট