মৃদুল মিনহাজ
Published : 1 Nov 2015, 09:44 PM
Updated : 1 Nov 2015, 09:44 PM

এভাবে আর কতো মরবো আমরা? আর কতো মৃত্যু আতঙ্কে প্রহর গুনবে আমাদের স্বজনেরা? প্রত্যেকদিন সকালে বাসা থেকে বের হওয়ার আগে একটা অজানা আতঙ্ককে সঙ্গী করে নিয়ে আসি। যদি এটাই হয় শেষ যাওয়া? যদি জীবিত মানুষের পরবর্তে ফিরে আসে কোন লাশ? অথবা একাকী কোন রাস্তায় নিথর পড়ে থাকতে হয়? কি অপরাধ আমাদের? কি অপরাধ প্রকাশক ফয়সল আরেফিন দীপন অথবা আহমেদুর রশিদ চৌধুরী টুটুল অথবা ব্লগার তারেক রহিম বা রণদীপম বসুর? প্রগতিশীলতার পক্ষে কথা বলেছেন বলে? ধর্মীয় গোড়ামী ভেঙ্গে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে ধর্ম চর্চার আহ্বান জানিয়েছিলেন বলে? মক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবী করেছিলেন বলে? এভাবে কেন প্রাণ দিতে হবে আমাদের? কেন?