সরকারের বোধোদয় হোক

মৃদুল মিনহাজ
Published : 25 Nov 2015, 06:32 PM
Updated : 25 Nov 2015, 06:32 PM

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখে জননিরাপত্তার যে অজুহাত সরকার দেখাচ্ছে, তা আসলে মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলারই নামান্তর। আদতে কি এসকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করতে পেরেছে সরকার? বিভিন্ন জন, বিভিন্ন পন'ায় ব্যবহার করছে এই মাধ্যমগুলো। মাঝখান থেকে ক্ষতিগ্রস' হচ্ছে দেশের লক্ষ সাধারণ সুবিধাভোগী। এই মাধ্যমগুলো ব্যবহার করে দেশের সাধারণ জনগণ দূর-দূরান্তে অবস'ান করা আত্মীয়-স্বজনদের সাথে সহজেই যোগাযোগ করতে পারতেন। নিরাপত্তার প্রয়োজনে সরকার চাইলে এসব মাধ্যমগুলোর উপর নজরদারী বৃদ্ধি করতে পারে এবং আমি মনে করি এর দরকারও আছে। বন্ধ করে দেওয়া কোনো সমাধান না। অচিরেই ফেসবুকসহ সকল সামাজিক মাধ্যম জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছি।