পাবনা ডি‌আইসির সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত

চৌধুরী জোসেন
Published : 19 Sept 2012, 03:31 AM
Updated : 19 Sept 2012, 03:31 AM

গতকাল (১৮ সেপ্টেম্বর ২০১২) লাইট হাউস জিএফএটিএম আরসিসি প্রকল্পের উদ্যোগে পাবনা ডি‌আইসি কার্যালয়ে লোকাল লেভেল সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন তাহসিন বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. আনম আক্তারুজ্জামান, অধ্যাপক আমজাদ হোসেন, সুচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভিন, উদ্দীপনার নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ খান, আইএনএস সম্পাদক হাসান আলী, প্রেস ক্লাবের সাংষ্কৃতিক সম্পাদক সিফাত রহমান সনম, যায়যায় দিন জেলা প্রতিনিধি আরিফ সিদ্দিকী, গফুর সাংস্কৃতিক একাডেমি পরিচালক মালেক সরকার, আবাসিক হোটেল মালিক আ.খালেক, সবুজ সংঘ সভাপতি মিজান, ওয়ার্ড কাউন্সিলর আইউব আলী সরদার ও সাহানা প্রমুখ। সভায় মসজিদ ইমাম, ওয়ার্ড কাউন্সিলর, হেল্থ এসিসটেন্ট, সাংবাদিক, পরিবহন শ্রমিক নেতা, ব্যবসায়ী, NGO কর্মকর্তা/নির্বাহী ও হিজড়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মোট ৩৫ জন ব্যাক্তি উপস্তিত ছিলেন। সভা পরিচালনা করেন ডি‌আইসি ম্যানেজার কলিম উদ্দিন চৌধুরী।ডিআইসি ম্যানেজার প্রকল্পের সেবা সমুহ তুলে ধরে বলেন, পাবনা ডিআইসির উদ্যোগে আউটরিচ পর্যায়ে এপর্যন্ত লক্ষাধিক কনডম, সহস্রাধিক লুব্রিকেণ্ট, সহস্রাধিক বিসিসি সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ডিআইসিতে এমবিবিএস ডাক্তার দারা নিয়মিত ক্লিনিকাল সেশন পরিচালনার মাধ্যমে সহস্রাধিক এসটিআই ও যৌনরোগিকে বিনামূল্যে চিকিৎসা কাউন্সিলিং দেয়া হয়েছে।

তিনি জেলার সদর উপজেলায় ৩৭১ জন এমএসএম (সমকামি) ও ১০ জন হিজড়াকে সেবাদানের আওতায় আনার দাবী করেন।