এইডস দিবসে লাইট হাউসের ৫টি তথ্য কেন্দ্র স্থাপন

চৌধুরী জোসেন
Published : 1 Dec 2012, 02:46 PM
Updated : 1 Dec 2012, 02:46 PM

গতকাল পাবনায় বিশ্ব এইডস দিবস'১২ উপলক্ষে এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে, লাইট হাউস জিএফএটিএম-আরসিসি প্রকল্পের অর্থায়নে ডিআইসি পাবনার উদ্যোগে পাবনা বাস টার্মিনাল, দাপুনিয়া বাজার, আতাইকুলা, আ. হামিদ রোড ও রাধানগরে মোট ৫টি এইচআইভি ও এসটিআই বিষয়ক তথ্য সরবরাহ কেন্দ্র স্থাপন করা হয়।বাস টার্মিনালের মূল কেন্দ্রটি যৌথ ভাবে উদ্ভোধন করেন সুচিতা সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন পারভিন ও আইএনএস এর সম্পাদক সাংবাদিক হাসান আলী। একসকল তথ্য কেন্দ্র হতে সারাদিন এইচআইভি/এইডস, এসটিআই ও এইচআইভি পরীক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য প্রচার ছাড়াও বিনামূল্যে কনডম ও বিসিসি লিফলেট বিতরন করা হয়।তথ্য কেন্দ্রগুলিতে কাউন্সিলর হিসেবে উপস্তিত ছিলেন ডিআইসি ম্যানেজার কলিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর এম এ মালেক, আউটরীচ সুপারভাইজার জাহাঙ্গির আলম, রেজউল করিম, পিয়ার এডুকেটর রহিম, মিলন, মোক্তার, মাসুদ, অনিক, সারোয়ার, ফরহাদ প্রমুখ।