পাবনায় পিএফটি গঠন

চৌধুরী জোসেন
Published : 26 Feb 2013, 05:41 PM
Updated : 26 Feb 2013, 05:41 PM

গতকাল পাবনা সদর উপজেলায় জিএফএটিএম-আরসিসি প্রকল্প (২য় ফেজ) সৃষ্ট বাস্তবায়নকল্পে সকাল ১০টায় ডিআইসি-পাবনা কার্যালয়ে, গ্লোবাল ফান্ডের অর্থায়নে আইসিডিডিআর'বি এর তত্ত্বাবধানে লাইট হাউস-পাবনা ড্রপ ইন সেণ্টার এর উদ্যোগে ১৫ সদস্য বিশিষ্ট প্রজেক্ট ফেসিলেটেশন টিম (পিএফটি) গঠিত হয়েছে। পিএফটি গঠন সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাহীন হাসান; ওয়াড কাউন্সিলর শাহানারা খাতুন; সুচিতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন পারভিন; সংবাদ সংস্থা আইএনএস এর চিফ এডিটর হাসান আলী; অধ্যাপক আমজাদ হোসেন; অধ্যাপক এস এম আইয়ুব আলী; পরিবহন শ্রমিক নেতা শহীদুল্লা; হোটেল মালিক খালেক; মসজিদের ইমাম আসাদুর রহমান প্রমুখ।

সভায় সকলে সম্মলিত ভাবে পাবনা সদর উপজেলায় এইচআইভি/এইডস প্রতিরোধে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন। তারা এইচআইভি/এইডস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য পথনাটকের মতো সাংষ্কৃতিক তৎপরতা বাড়নোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।