আজ ছাব্বিশ কাল সাতাশ অথবা আজ অভিজিৎ কাল আজাদ

সজীব বিশ্বাস বকুল
Published : 26 Feb 2016, 02:15 PM
Updated : 26 Feb 2016, 02:15 PM

ছাড়বোনা তোদের ছাড়বো না।কুপিয়ে কুপিয়ে পিস পিস করে কাঁচাবাজারে চড়া দামে বেঁচে দেবো।তোকে চিবুতে চিবুতে যখন কেউ আত্মতৃপ্তিতে "আহ যেন মাখন" বলবে তবেই না উশুল হবে সব।তুই বেচারা শুধু শুধু বীরত্ব দ্যাখালি!

সব চুকে গেছে বাবা।খেতে ভালো হয়েছিলো?
আগন্তুক-অসাধারণ।
কিসের মাংস ছিলো বলুনতো?
আগন্তুক-বুঝতে পারলাম না তবে রান্নাটা ভালো হয়েছে।আমার আবার মাংস নিয়ে ইয়ে টিয়ে কিছু নেই।যদিও হিন্দু ঘরের সন্তান।
কখনও মানুষের মাংস খেয়ে দেখেছেন?
আগন্তুক- মানে?
কিছুই না।খুব সিম্পল ব্যাপার।আপনি নিজেই একটু দেখে শুনে নিন না।
আগন্তুক হতভম্ব।

(হতভম্ব পাঠক,দুইবার পড়লেই বুঝবেন)

২৬ ফেব্রুয়ারি ২০১৫

আজকের এই ভোরে
মুখে ছিলো হাসি দুজনের
দিন পেরোতেই এক হাসিমুখ মৃত অরেক হাসি মিলিয়ে!

গেল বছরের কথা ছিলো সেটা
যা আবার বলতে গেলে কান্না আসে
অক্সিজেনের অভাবে ব্যাপক চ্যাতা
তবুও শত্রুহীন বোকা অবুঝ হাসে।

(অভিজিৎ রায় এবং হুমায়ুন আজাদকে)