গত অর্ধযুগে ব্রিটেনে আমি যা দেখিনি

মাহমুদ সাঈদ
Published : 30 June 2012, 05:12 AM
Updated : 30 June 2012, 05:12 AM

বাসে, ট্রেনে হেলপার দেখিনি। কোনো ট্রাফিক পুলিশের দেখা মেলেনি। রাস্তার ট্রাফিক সিগন্যাল অবমাননা করতে দেখিনি। রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করতে দেখিনি। রাস্তায় ময়লা, কলার ছোবলা, বাদামের ছোবলা, আইসক্রিমের খোসা, টিস্যু পেপার ফেলার চিত্র আমার চোখে পরেনি। রাস্তার পাশে কোন ড্রেন বা স্যুয়ারেজ লাইন দেখিনি। পথে ঘাটে থুক ফেলতে দেখিনি। কোন মশা, কিংবা মশারি দেখিনি। দরজা জানালায় কোন গ্রিল দেখিনি। বিদ্যুৎ যাবার কোন ঘটনা ঘটেনি। হাতপাখা, ফ্যান চোখে পরেনি।

ধর্মঘটে ভাংচুর করতে দেখিনি। বিরোধী দলকে দমন করতে দেখিনি। পুলিশের ইমারজেন্সি লাইন- ৯৯৯ বিজি পাইনি।

সংসদ বয়কট করতে দেখিনি। ঘন্টায় ৬ পাউন্ডের নিচে কারো বেতন দেয়ার কথা শুনিনি। শ্রমিক পেটানোর কথা শুনিনি। নিজ দলের মন্ত্রীর অর্থ কেলেংকারী ঢাকতে বিরোধী দলের কোন নেতা কর্মীকে গুম করা ঘটনা ঘটেনি। গুমের সাক্ষীকে গুম করার খবর ও পাইনি। সরকারী কিংবা বিরোধী দলের কোন ছাত্র সংগঠন আছে বলে জানিনি। সরকারি দলের ছাত্র কিংবা যুব সংগঠনের কর্মী বাহিনী টেন্ডারবাজি কিংবা ধর্ষণের সেঞ্চুরি করেছে এমন খবর পাইনি। ফরমালিন মিশিয়ে জিনিসপত্র বাজারজাত করার কোন খবর পাইনি। নিয়োগ বানিজ্য বলতে কী বোঝায় তা জানিনি।
ট্রেড ইউনিয়নের নামে সরকারী কিংবা বিরোধী দলের লেজুড়বৃত্তি করার খবর পাইনি। আরও কত কিছু…।