পিএসসি পরীক্ষা এবং কেউ -এর আশায় তীর্থের কাকের মত অপেক্ষায় থাকা

আরীফ খান স্বাধীন
Published : 30 Dec 2014, 08:49 PM
Updated : 30 Dec 2014, 08:49 PM

পি এস সি পরীক্ষা এবং কেউয়ের আশায় তীর্থের কাকের মত অপেক্ষায় থাকা…

গত দুই বছর কাশিল ইউনিয়নের পাঁচটি কিন্ডারগার্টেনের মধ্যে মাত্র একটা কিন্ডারগার্টেন হতে  পি এস সি পরীক্ষায় ছয়জন এ প্লাস পেয়েছিল৤ সেখানে এই ইউনিয়নের ছয়টি কিন্ডারগার্টেন হতে এবার প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিল৤ গতবার যে বিদ্যালয় হতে তিনটি এ প্লাস পেয়েছিল সেখানে এবার সেই স্কুল হতে ২০ জন এ প্লাস পেয়েছে৤ যে বিদ্যালয় হতে গতবার দুইটি এ প্লাস পেয়েছিল সেখানে এবার ২২ জন এ প্লাস পেয়েছে৤ এটা কি আমাদের সরকারের সাফল্য না প্রশ্নপত্র ফাঁসের ফলাফল৤ ইংরেজীতে নিজের ঠিকানা লিখতে পারে না অথচ এ প্লাস পেয়েছে৤ বাংলা রিডিং পড়তে পারে না অথচ এ প্লাস পেয়েছে৤ এই রকম শিক্ষিত হওয়ার কোন মানে হয় না৤ এরা না পারবে কায়িক পরিশ্রম করতে না পারবে দাপ্তরিক কোন কাজ করতে৤ এদের অবস্থা হবে এরকম সৈয়দ বাড়ির পোলা রিক্সা চালাতে পারবে না কিন্তু চুরি করতে পারবে৤ আমাদের ভবিষ্যত প্রজন্মকে চোর বানানোর চক্রান্ত চলছে৤ ইউরোপ আমেরিকা আর আরব দেশের মেথর, ঝাড়ুদার কুলি, মজুর বানানোর জন্য আমাদের ভবিষ্যত প্রজন্মকে ভবিষ্যত প্রজন্মকে তৈরী করা হচ্ছে অত্যন্ত কৌশলে৤ আমরা কি এটা বুজতে পারছি না, না কি বুঝতে চাচ্ছি না, না কি বুঝেও না বুঝার ভান করছি৤ এতে তো আমলা আমলা শ্রেণি, মন্ত্রী-এমপি, ধনীক শ্রেণি , বুদ্ধিজীবী এবং বিজনেস ম্যাগনেটদেরই লাভ৤ তাই তো এটা নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই৤ টক শোতেও এইসব বলার লোক নেই৤ আশা করি, কেউ না কেউ টক শো এসব কথা বলবে৤ কেউ না কেউ পত্রিকায় এসব কথা লিখবে৤ কেউ না কেউ এসব নিয়ে সিনেমা-নাটক লিখবে৤ সেই কেউ না কেউয়ের আশায় তীর্থের কাকের মত অপেক্ষায় রইলাম৤