পাহাড় খেকোদের কবল থেকে কবে মুক্তি মিলবে?

মুহাম্মদ দিদারুল আলম
Published : 5 Dec 2017, 04:58 AM
Updated : 5 Dec 2017, 04:58 AM

ছবি: চট্টগ্রামের মিরসরাইয়ের সাইবেনীখিল এলাকা থেকে তোলা

পাহাড় বা টিলা খেকোদের কবল থেকে রক্ষা পায় না কিছুই। পাহাড় কেটে কেউ বাসস্থান তৈরী করছে, কেউ করছে মাটির বাণিজ্য, কেউ বা বালি উত্তোলন করে ধ্বংস করছে পরিবেশ। পাহাড় ধ্বংস করে বালি উত্তোলনের দৃশ্য না দেখলে বিশ্বাস হবে না। পাহাড়ের চূড়ায় গর্ত করে সেই গর্তে মেশিন ও পাইপের মাধ্যমে পানি ঢেলে পাহাড়ধস ঘটাচ্ছে বালুখেকোরা।

এদের রুখবে কে? এই অধ্যায়ের সমাপ্তি কী হবে না? আমাদের প্রাকৃতিক পরিবেশ কি ধ্বংস হতেই থাকবে?