লোকবিশ্বাস- সাপ ও প্রজাপতি

মউজ চৌধুরী
Published : 5 Oct 2011, 05:34 PM
Updated : 5 Oct 2011, 05:34 PM

ক'দিন ধরে ঘরে প্রজাপতি ঢুকছে। লোকবিশ্বাস ঘরে প্রজাপতি ঢুকলে গৃহস্থের মংগল হয়। লোকবিশ্বাসে আমার মন নেই- আমি ভাবছি প্রজপতির প্রাণটা নিয়ে, ঘুরন্ত পাখার দূরন্ত চোট পেয়ে কখন না যায় প্রাণ। তবু প্রতিদি্নই প্রজাপতির প্রাণ বাঁচাতে আমার প্রাণ যাওয়ার দশা- যে হারে বিদ্যুৎ যায়- নিজের প্রাণ বাঁচাবো না প্রজাপতির? রাত্রি হলেই আমি আত্মদ্বন্দ্বে ভুগি- পৃথিবী এ অপূ্র্ব কারুময় পতঙ্গটির নিয়ত বিনাশ আমি দেখে যাবো? ক'বার নির্দয় হয়ে দেখেছি-ফলাফল ডানা ভেংগে পড়ে যাওয়া,তেলাপোকার খাদ্য হওয়া। অন্যপায় হয়ে এখন লোকবিশ্বাসের মংগলকে হাতে ধরে ঘর থেকে বের করে দেই, জানি না প্রাণ রক্ষার পূণ্যটি আমার মনকির লিখে কী না? আর একটি সুন্দর প্রানী সাপ,অথচ কীনা বিষধর! ছোট বেলা থেকে দেখেছি আমাদের ঘরের পেছন কোনে একটি সাপ আবাস,অনেক বার মারতে চেয়েছি , মা মারতে দেয়নি। বলেছেন এটা ঘরের পাহারাদার । ঘর ভেংগেছে আবার গড়েছি, সাপেরও আবাস পাল্টেছে কিন্তু আছে। আজ দেখলাম সাপটা বাচ্চা দিয়েছে। মূল গেইটের পাশে একটি গর্তে ওরা আছে, ভালোই সাপের সাথে আমার নিত্য বসবাস।