শোকাহত, ক্ষত, বেদনা, অশ্রুসিক্ত আমি

মুজিব
Published : 5 June 2016, 08:12 PM
Updated : 5 June 2016, 08:12 PM

মাহমুদা আক্তার মিতু–কতটা সত্য কথা বলে গেছেন। আল্লাহ্ যেন তাকে বেহেস্ত নসীব করেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা। কিন্ত এভাবে কি রাস্তায় পড়ে থাকার কথা ছিল? হয়তো না।
তাহলে–

একজন মানুষ হিসাবে, একজন বাংলাদেশী হিসাবে, আমি এর শুধু বিচার নয়, চাই এই অপরাধীদের গোড়া সহ দ্রুততার সহিত উপরে ফেলা, সেটা হতে পারে যেকোন অপরাশেন বা ফিল্টার অব ক্রাইম। ঠিক শ্রীলংন্কার মত (যেমনটি এলটিটি আই এর বিরুদ্ভে করা হয়েছে)

হয়তো বা জঙ্গিরাই হত্যা করেছে–কিন্ত কেন??
আমি কোন রাজনৈতিক ব্যক্তি বা বুদ্ধিজীবি নয়, সামান্য একজন বাংলাদেশী হিসাবে বলছি– মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রিকে—প্রশ্ন??

১) কেন অবৈধ অস্ত্রের অত ছড়াছড়ি ? কিছুদিন আগে জনাব আইজি সাহেব বলেছেন, পুলিশ সব পারে? সত্যি কি তাই? পারে পুলিশ?
২) দেশের আইন শৃঙ্খলা আগের চেয়ে অনেক ভালো, কি করে বুঝি? এটা একটা রুটিন মাফিক কথা?
৩) দলীয় বা বিদলীয় লোক হোক অন্যায় তো অন্যায়ই, তাকে প্রশয় দেওয়াটা কি ঠিক ?
৪) একজন অপরাধ করবে তাকে ছেড়ে দিবেন আর একজন বিনা অপরাধে জেলে যাবে, রিমান্ডে নিবেন? এটা কিন্ত কোন আইনের মধ্যে পড়ে না?
৫) আপনার বা আমাদের পুলিশ বাহিনী, ডিউটিরত অবস্থায়, হাতিয়ার রেখে মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে থাকে, যা এটা কি কোন নিয়মের মধ্যে পড়ে?
৬) কাউন্টার টেরিজম বা স্পেশাল কোন বাহিনী নয়, র‌্যাবকে মাঠে নামতে দিন, মানুষকে শান্তিতে থাকতে দিন।
৭) দীর্ঘদিন জঙ্গিদের কারাগারে মেহমান দারী করা হচ্ছে, কেনই বা জামাই আদর হচ্ছে। আর এর সুযোগ নিচ্ছে জঙ্গিরা। সহযোগীতা করছে অনেকেই অর্থের বিনিময়ে।
৮) আমার ঘাড়ে যে চাপাটি আর বুলেট বিদ্ধ হবে না তার কি নিশ্চয়তা ? এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে চাই? দয়া করে দিবেন এর কি উত্তর?