একই কাজের জন্য নারীকে পুরুষের থেকে কম পারিশ্রমিক দেওয়া হয়

সৈকত
Published : 14 Sept 2012, 03:33 PM
Updated : 14 Sept 2012, 03:33 PM

প্রায় প্রায় যুগান্তর, প্রথম আলো পত্রিকায় লিখা দেখি "নারী পুরুষের থেকে কম উপার্জন করে" বিষয়ে। প্রচুর সমীক্ষা চালিয়ে দেখা গেছে পুরুষরা যা রোজগার করে তার শুধু মাত্র 70% নারী উপার্জন করে। নারীর স্বাধীনতাই এটা খুবই অপমানের কথা। এম বি এ পর কালীন সময় প্রফেসর বললেন। প্রতিষ্ঠানগুলো যদি নারীকে কম বেতনে রাখতে পারে তাহলে কেন পুরুষকে নিয়োগ দিবে। কম খরচে অধিক নারীকে নিয়োগ দিয়ে কোম্পানীর খরচ কমিয়ে দিলেই হয়, এতে কোম্পানী বেশি মুনাফা অর্জন করবে।

প্রশ্ন হল কেন পৃথিবীর উন্নত দেশে এখনো এবং বড় বড় নামীদামি করপোরেশনগুলোতে এখনো পুরুষের পরিমাণ বেশি ওরা কেন অধিক মুনাফা লাভের আশায় সব নারী কর্মচারী নিয়োগ করছে না ????