রাজাকার, মৌলবাদী হওয়ার ভয়…

সৈয়দ মুজিবুল হক
Published : 22 June 2012, 09:24 AM
Updated : 22 June 2012, 09:24 AM

আমার এখন ভয় লাগে খুব, যখন দেশের বাইরে কোনও মুসলমানের উপর আঘাত আসে, কোনও কথা উঠে, তার পক্ষে কথা বলতে অমর ভয়, যখন ইভ টিজিং এর উপদ্রবে দেশ অস্থির তখন ঐসব লম্পটও ছেলেদের শাস্তি দেয়ার পাশাপাশি যখন, মেয়েদের শালীনতার সাথে চলার কথা বলতে যাই, যখন বলতে যাই আমার দেশ ইউরোপ না, যখন শালীন পোশাক আশাক পড়ার কথা বলতে যাই তখন আমার হয়, যখন কাউকে নামাযের কথা বলতে চাই তখন অমর ভয় করে, যখন নারীকে উন্মুক্ত করে সমান অধিকারের নামে পণ্যের মত ব্যবহার করা হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলতে আমার ভয় করে, যখন কয়েকজন মানুষের অপরাধের জন্য ঢালাও ভাবে একটি ধর্মকে অপবাদ দেয় হয় তখন তার বিরুদ্ধে কিছু বলতে গেলে আমার ভয় হয় সত্যি খুব ভয় হয়!! ভয় হয় যদি আমাকে রাজাকারের তালিকায় ফেলে দেয়, যদি আমাকে মৌলবাদী বলে চিহ্নিত করা হয়। এত ভয় আমি কোথায় রাখবো..। কোথায় লোকাব?

অথচ আমরা প্রগতিশীলরা জানিনা জর্জ বার্নার্ড স, নেপোলিয়ন, গান্ধীর মত ব্যাক্তিরাও স্বীকার করে গেছেন কোনটা শান্তির একমাত্র পরিপূর্ণ বিধান..