সৈয়দ মুজিবুল হক
Published : 1 June 2012, 04:12 PM
Updated : 1 June 2012, 04:12 PM

মনটা বার বার বিষিয়ে উঠে, কী লাভ আমরা যে প্রতিদিন ব্লগে এত বক বক করি, এত লেখালেখি করি, পরি, তর্ক-বিতর্ক করি কী লাভ তাতে? প্রতিদিনই তো খারাপ সংবাদ আসে, পুলিশ এমপি পেটে, সাংবাদিক পেটে, জনগণ পেতে, মানুষ পেতে। চোখের সামনে বোনের মানহানি হবে, জনগণ টিনের চশমা দিয়ে আধার দুনিয়া দেখে!

দ্রব্যমূল্য বারে, বিদ্যুত নাই, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দেশে রাজনৈতিক অস্থিরতা, মানুষের যান মলের নিরাপত্তা নাই ..!! যেই পুলিস অফিসার থানায় মানুষ নির্যাতনের অপরাধে অভিযুক্ত হয় তাকে মডেল থানায় স্থানান্তর করা হয়! সংসদ গাড়ি থেকে বের হয়ে পিস্তল বের করে শক্তি প্রদর্শন করেন! ঠিক এ তো যার শক্তি আছে তিনি তো দেখবেন।

আমরা যারা ব্লগ পরি লিখি, যারা ব্লগ লেখেন, কলাম লেখেন, টিভিতে কথা বলেন, যারা বুদ্ধিজীবী তারা কী কখনো একটা পদক্ষেপ নিয়েছি কিছু করার জন্য? একটা বার কী আমরা সামনে এগিয়ে এসে একটা প্লাটফর্ম করে দিয়েছি তরুণ দের উঠে আসার জন্য? কাজ করার জন্য?? তবে প্রতিদিন কেন ব্লগে, টিভিতে , পত্রিকায় এত বকর বকর? কেন বাক বিতণ্ডা? কেন এত তর্জন গর্জন? দেশের প্রত্যেকটা মানুষ আজ দিশাহারা, দুইটা বুর্জোয়া রাজনৈতিক দলের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে! !