প্রেস বিজ্ঞপ্তি
জামায়াত মদদ পুষ্ট রাজাকারের সন্তান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এ.এস.এম.এ আওয়াল। যে কিনা গত ১৫ই আগষ্টে মালদ্বীপ আওয়ামী লীগকে জাতীয় শোক দিবস পালন করতে দেয়নি এবং বিভিন্নভাবে হয়রনি করে । আর এখন হাই কমিশনার নজর বন্দি করে রেখেছে মালদ্বীপ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোকতেল হোসেন মুক্তিকে এবং ইতিমধ্যে মালদ্বীপ আওয়ামী তরুন লীগের সংগ্রামী সভাপতিকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করেছে । অতীতেও এই হাই কমিশনারের বিরুদ্ধে জামাত-বিএনপির সাথে গোপন বৈঠকসহ অনেক অভিযোগ রয়েছে যার কোনটিই আমলে নিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়।কোন ক্ষমতাবলে বার বার রেহাই পেয়ে যাচ্ছে এই রাজাকারের সন্তান।আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।আমরা সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এবং অতিসত্বর হাই কমিশনার থেকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক । জয় বাংলা,জয় বঙ্গবন্ধু ।
সভাপতি এম এইচ বাবুল
আওয়ামী তরুন লীগ কেন্দ্রীয় কমিটি
মনোনেশ দাস বলেছেনঃ
🙄
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
এটা বিডি ব্লগ না বাংলার রাস্তা; যেখানে এইসব ছ্যাবলামো বোর্ডগুলো দেখা যায়? জনাব লেখক, আপনার দেওয়া ছবিগুলোই প্রমান করে আপনি কি চান !!!
মোকতেল হোসেন মুক্তি বলেছেনঃ
সুকান্ত বাবু, একটি ছেলের জীবন নষ্ট হয়ে গেল আর আপনি তাকে রাস্তার সাইনবোর্ড বলে টিটকিরি দিচ্ছেন।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
সাইন বোর্ড যদি হয় আত্ম প্রচার তাহলে টিটকারি তো খাবেই! বর্তমান সাইনবোর্ড সর্বস্ব হাইব্রিড আওয়ামীলীগে, আওয়ামীলীগের …… থাক আর বললাম না !!!
মোকতেল হোসেন মুক্তি বলেছেনঃ
সুকান্তবাবু, একজন মুক্তিযোদ্ধার সাথে কিভাবে কথা বলতে হয় তাতো আপনার মতো সচেতন ও শিক্ষিত ছেলের জানা উচিত। আপনি আক্রমনাত্ত্বক কথা লিখছেন, তাই নয় কি? আপনার মত ছাগল পাগলকে আমি গনায় ধরিনা। আশা করি আর কোন মন্তব্য করবেন না। come on follow me @twitter and fb muktimusician. will see you there.
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
১) হু ! মুক্তিযোদ্ধার কথা বললেন? ভাল! আমার পরিবারে/বাড়িতে এই রকম ৩ জন আছেন, একজন এখনো জীবিত, এই একটু আগেই ফোনে তার কুশল নিলাম। আর তিনি হলেন আমার বাবা !
💡 ➡
২) আমার বাবার কাছে অনেক মুক্তিযোদ্ধার কথা শুনেছি, দেখেছিও অনেক। তাই হুমায়ূন আজাদ স্যারকে সন্মান জানাই তার অমর বানীটার জন্য!
৩) বাকি কমেন্টের উত্তর পরে দিমুনে !!! :
মোকতেল হোসেন মুক্তি বলেছেনঃ
একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আর একজন মুক্তিসেনার সাথে এ ভাষায় কথা বলা শিক্ষিত সন্তানের পর্যায়ে ফেলা যায় কি? শিবিরের দানব গুলোও কিন্তু শিক্ষিত আর ওদের ব্যবহৃত ভাষাও আপনার ভাষার সাথে অনেক মিলে যায়। আমার বিশ্বাস করতে কষ্ট হয়, আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুকে ভালোবাসে এমন ছেলেরা আমার মত মুক্তিকে এ জাতীয় আক্রমনাত্ত্বক কথা লিখতে পারে? ভাল হয়তো প্রবাসে থাকি, তাই জানিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিষ্টাচার শব্দটি আজো ছাত্রদের শিক্ষা দেয়া হয় কিনা? নব্য আওয়ামী লীগার? কাউকে না জেনে মন্তব্য করা আস্ত মূর্খতার সামিল।
মোকতেল হোসেন মুক্তি বলেছেনঃ
আশা করি কোন বিরুপ মন্তব্য আর লেখা হবে না। যদি সত্যিকারে মুক্তিযোদ্ধার হয়ে থাকেন। দেশে আসছি। দেখা ও কথাও হতে পারে। মুক্তির গান ১ ২ ৩ ইউটিউবে পাওয়া যায়। muktimusician user e
মোকতেল হোসেন মুক্তি বলেছেনঃ
আশা করি কোন বিরুপ মন্তব্য আর লেখা হবে না। যদি সত্যিকারে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন। দেশে আসছি। দেখা ও কথাও হতে পারে। মুক্তির গান ১ ২ ৩ ইউটিউবে পাওয়া যায়। muktimusician user e
মোকতেল হোসেন মুক্তি বলেছেনঃ
come on fb and meet me bf/mukthijoddha1971