জাপানে ঈদ-উল-ফিতর উদযাপন!

মুকুট
Published : 9 Sept 2011, 10:04 AM
Updated : 9 Sept 2011, 10:04 AM

দেশে থাকতে ঈদের যে আনন্দ তা প্রবাসে এসে ততটা রঙ্গীন থাকে না। কারন পড়াশুনার চাপ আর ঈদের নামাজের জন্য অবস্থানস্থল থেকে দুরে যেতে হয় বিধায়, সবকিছু ফিকে হয়ে আসে। এছাড়া দেশে আপনজন ছাড়া ঈদ অনেকটাই পানসে। এরপর বাস্তবতা মেনে পালন করতে হয়। আমার বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোন মসজিদ নেই, আমরা ওয়াক্তিয়া আর জুম্মার নামাজ ইন্টান্যাশনাল স্টুডেন্ট হাউজের টিভি রুমে আদায় করি, কিন্তু ঈদের নামাজের জন্য যেতে হয় প্রায় ১ ঘন্টার ট্রেন ভ্রমণ করে ইয়োওগীউয়েহারা ট্রেন ষ্টেশনের পাশে অবস্থিত টোকিওর সুসজ্জিত টার্কিশ মসজিদ যা টোকিও ক্যামি নামে পরিচিত। ঈদের নামাজের সময় নানান বর্ণের নানান ভাষার মানুষের মিলনমেলায় পরিনত হয় এই মসজিদ। আলাদা দেশ-বর্ণের হলেও এখানে সবার একটাই পরিচয় যে এরা মুসলমান, ঈদের আনন্দ শেয়ার করতে এসেছে। তবে মসজিদের ভেতরের পরিবেশ দেখে যে কারোরই মন ভালো হয়ে যাবে। এইবারের ঈদের ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। নিচে কিছু ছবি দিলামঃ


মসজিদের সুউচ্চ মিনার


মসজিদের সম্মুখভাগ


মসজিদের অভ্যন্তর


মসজিদের ভেতরের কেন্দ্রীয় ঝাড়বাতি

***
©লেখক