যুক্তরাষ্ট্রে শিখ উপাসনালয়ে গুলি, নিহত ৭ এবং একটি কল্পিত প্রতিক্রিয়া

খান ইখতিয়ার
Published : 6 August 2012, 09:51 AM
Updated : 6 August 2012, 09:51 AM

সংবাদঃ
যুক্তরাষ্ট্রের উইস্কন্সিনে শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয়ে এক শ্বেতাঙ্গ অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রোববার সাপ্তাহিক উপাসনার সময় এ ঘটনা ঘটে। অস্ত্রধারী ঐ ব্যক্তিও পুলিশের গুলিতে নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ ঘটনাকে অভ্যন্তরীন সন্ত্রাস বলে দাবী করেছে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া (কল্পিত)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে উপরোক্ত ঘটনার তীব্র নিন্দা এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে তিনি আমেরিকান যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই ঘটনাই প্রমাণ করে যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায় কতটা নিরাপত্তাহীন। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি এই শ্বেতাঙ্গ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন-আমেরিকা ভবিষ্যতে এই ধরণের নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে ব্যবস্থা নেবে। তিনি আরো যোগ করেন, আমেরিকা চাইলে এই শ্বেতাঙ্গ সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ সবধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।

প্রিয় পাঠক, সাম্রাজ্যবাদী আমেরিকার কেমন লাগবে যদি এমন একটি বিবৃতি সত্যিই দেয়া যায়?