আবু সালেহ
Published : 4 Feb 2015, 05:56 AM
Updated : 4 Feb 2015, 05:56 AM

কি হচ্ছে আজ আমার প্রিয় মাতৃভূমিতে? এমন তো হবার কথা ছিলো না। কোন অপরাধে এতো মূল্য দিতে হচ্ছে আমাদের? মায়ের জঠরের ভ্রূণ হতে শুরু করে অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারাও রেহাই পাচ্ছেন না আগুনের কাছ থেকে। ভয়ঙ্কর আগুনে পুড়ছে সারাটা দেশ।
এ' আগুন কী দোজখের আগুন! আখেরি বিচার শেষে খোদা তা'য়ালা এ দেশটিকেই দোজখ বানিয়ে ফেলেছেন? আমরা এখনো যারা বেঁচে আছি , 'দোজখের ওম' নিচ্ছি। হিমের মাঝে আগুনের ওম উপভোগ করছি। অপেক্ষায় আছি অঙ্গার হবার। সবাই-সমস্ত কিছু , যার আছে প্রাণ, তাকেই পুড়তে হবে। তবে দোজখের আগুনে পুড়ে তো মানুষ মারা যাবার কথা ছিলো না-মরে গেলেও আবার জীবন ফিরে পাবার কথা। তারপর আবার পুড়বে- তারপর আবার —- । এ'খানে তো কাউকে জীবন ফিরে পেতে দেখছি না। নাহ্ এ' তবে দোজখ নয়। তবে কি বিধাতা আমাদের 'সিনাহ্ সাফ' (অন্তর পরিষ্কার) করছেন-আমরা তাঁর 'দহন দানে' পুণ্য করছি জীবন?

অথবা, মহাভারতের জতুগৃহের মতো আমরা হয়তো জতু-রাষ্ট্রে অবস্থান করছি। এ' জতু-রাষ্ট্রে পঞ্চপাণ্ডব আর কুন্তীদের কোন ক্ষয় নেই-মৃত্যু নেই। আমাদের মা (বাংলাদেশ) আর তার ষোল কোটি সন্তান, আমরা পুড়ে অঙ্গার হবো। দুর্যোধনেরা উল্লাস করবে —— যাক বাকী সব খাক হয়ে যাক।