আমার স্ত্রী প্রতিদিন বারান্দায় পাখীদের জন্য খাবার দিয়ে রাখে। তাতে চড়ুই, বুলবুলি, শালিক, ঘুরে ফিরে আসে আর খাবার খেয়ে যায়। পাখীর জন্য বরাদ্দ থাকে চাল, কাউন আর, কলা, পেঁপে এমন সব ফল পাকুড়। দেখতে ভালই লাগে। তবে আমার বারান্দায় যাবার স্বাধীনতা কিছুটা খর্ব হওয়াতে আমি একটু বিরক্তই ছিলাম। সেদিন সকালে হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি দুটো টিয়া। আমরা দারুণ এক্সাইটেড হয়ে পটাপট কিছু ছবি তুলে নিলাম। সেটাই শেয়ার করলাম।
আমাদের নতুন অতিথি টিয়া
ক্যাটেগরিঃ ফটো
শফিক মিতুল বলেছেনঃ
পাখি দুটি খুবই সুন্দর।
শাহ মুর্শিদ বলেছেনঃ
অনেক ধন্যবাদ!
এলডোরাডো বলেছেনঃ
ঢাকা শহরে পাখীদের জন্য এমন ফ্রি খাবার, কিন্তু পাখির তালিকায় “কাক” নেই, এটা খুব বেমানান মনে হয়।
শাহ মুর্শিদ বলেছেনঃ
ধন্যবাদ এলডোরাডো, জি, কাক আসে তবে তাদের পছন্দের খাবার পায়না, তাই বার বার আসেনা।
এস দেওয়ান বলেছেনঃ
সুন্দর দৃশ্য ।
শাহ মুর্শিদ বলেছেনঃ
মন্তব্যের জন্য আনেক ধন্যবাদ, এস দেওয়ান।
জুলফিকার জুবায়ের বলেছেনঃ
এ রকম কারণেই পৃথিবীতে ‘২ জনে মিলে ১ সাথে চলা’র নিয়ম হয়েছে।
শাহ মুর্শিদ বলেছেনঃ
অনেক ধন্যবাদ জুলফিকার জুবায়ের। একলা চলা সত্যি দুর্বিসহ এবং বেদনার।
মাঝে মাঝে দুটো একসাথে আসেনা। তবে কিছুক্ষন পর দ্বিতীয় টা এসে খুব বকা বকি করতে থাকে, মনে হয় বলে, কেন তাকে ফেলে চলে এলো। তারপর একসাথে খেতে থাকে।