এক্সট্রিম কর্মকাণ্ড ও তার পরিণতি

শাহ মুর্শিদ
Published : 9 April 2016, 05:17 AM
Updated : 9 April 2016, 05:17 AM

মানুষের মাঝে চ্যাম্পিয়ন হবার প্রবণতা চিরন্তন। আর সেটা করতে গিয়ে কেউ কেউ এমন সব কাণ্ড কীর্তি করে থাকেন যা তাদের জীবন পর্যন্ত কেড়ে নেয়। ইংরেজিতে এই প্রদর্শন গুলকে "এক্সট্রিম" বিশেষণে আখ্যায়িত করতে দেখা যায়। এই এক্সট্রিম কর্মকান্ড যে একসময় বিপর্যয় ডেকে আনে তার একটি জ্বলন্ত উদাহারন ইন্দোনেশিয়ার এক্সট্রিম শিল্পী ইরমা বুলের মৃত্যু। জীবনে বিষধর সাপ গলায় জড়িয়ে বহু মঞ্চে তিনি গান করেছেন, অথচ মঞ্চে সাপের কামড়েই গান গাইতে গাইতে সেদিন তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। পৃথিবীতে বহু এক্সট্রিম পারফর্মারের ভিডিও আমরা দেখি কিন্তু তাদের শেষ পরিণতি বেশীরভাগ ক্ষেত্রে আমাদের অজানাই থেকে যায়। আমার বিশ্বাস তাদের পরিণতি ভাল হয়না।

প্রসঙ্গটা এ কারণেই টানলাম যে বর্তমানে আমাদের দেশেও কিছু কিছু বিষয় যেন এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। জনগণের সম্পদ লুটপাটে চ্যাম্পিয়ন, দুর্বলের উপর সবলের অত্যাচারে চ্যাম্পিয়ন, দুর্নীতি দুঃশাসনে চ্যাম্পিয়ন, ইত্যাদি বিষয় অতীতের সব রেকর্ড অতিক্রম করে আজকে যেন এক্সট্রিম পর্যায়েরই দ্বারপ্রান্তে। তবে আপামর জনতা কিন্তু ইরমার হাতে ধরা গোখরা সাপের মত। কোন একদিন গর্জে উঠে মরণ ছোবল মারবে।