ভারতীয় সিরিয়াল বন্ধ করতে সোচ্চার হোন

মোসাদ্দেক
Published : 11 Nov 2014, 06:11 PM
Updated : 11 Nov 2014, 06:11 PM

ভারতীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত সিরিয়ালগুলো আমাদের সমাজে হুমকির সামিল। ভারতীয় টিভি গুলোতে সম্প্রাচারিত নাটকগুলোর কারণে নৈতিক অবক্ষয়ের স্বীকার হচ্ছে তরুণ সমাজ। ভারতীয় চ্যানেলগুলো প্রতিনিয়ত বিভ্রন্তিকর গল্প-কাহিনী দিয়ে পরকিয়া নির্ভর নাটক তৈরি করে সমাজে নৈতিক শিক্ষার অক্ষয় ঘটাচ্ছে। অথচ ভারত সরকার বাংলাদেশের চ্যানেলগুলো দেখানো হয়না ভারতে। হইকোর্টে রুল জারি করা হলেও বার বার ত্ একটা স্বার্থন্বেষী মহলের চাহিদার কথা মনে করে খারিছ করে দিয়েছ। আমরা যদি এই চ্যানেলগুলো প্রচার বন্ধনা করতে পারি ত্‌বে সমাজে যে নৈতিকতার অবক্ষয় ঘটতেছে তা একটা চরম সীমা লঙ্ঘন করে একসময় সমাজিক অবস্থার চরম অবনতি ঘটবে। এভাবে চলতে থাকলে নৈতিকতার অবনয়নে আমরা হারিয়ে ফেলব সমাজের সামাজিকতা এবং আমাদের চলমান হাজার বছরের ঐতিহ্য ।

এ বিষয়ে আমার একটি ছড়াঃ

সিরিয়াল
মোঃ মোসাদ্দেক হোসেন

বস্তা পঁচা সিরিয়ালে
বাঙ্গালীরা ধুকছে
নৈতিকতা ভুলে গিয়ে
ভুলে ভালে শিখছে।

ঘরে-ঘরে প্রতি ক্ষনে
অশান্তিতে মরছে
পঁচা পঁচা রটনাতে
ঘটনাতে ঘটছে।

চলাফেরা খাবারেতে
ভিন্নতায় ভাসছে
ছোট-খাট অভিমানে
দড়ি গলায় ফাঁসছে।

শৌখিনতা সিরিয়ালের
নামে ধামে রাখছে
নিজে পায়ে মেরে কুড়াল
বাঙ্গালীরা হাসছে।