পারসোনা কাণ্ডে গণমাধ্যমের হতাশাজনক ভূমিকা

সোহেইল মুশফিক
Published : 3 Oct 2011, 12:57 PM
Updated : 3 Oct 2011, 12:57 PM

'পারসোনা' কান্ডে গণমাধ্যমের ভূমিকা আমাদেরকে রীতিমতো হতাশ করেছে। দু'একটি মিডিয়া বাদে আর সকলে সংবাদটিকে যেনো এক প্রকার ব্ল্যাক আউটই করেছে। কেনো ? মিডিয়ার দায়িত্ব হচ্ছে ঘটনা যা ঘটে, 'এজ ইট ইজ' জনগণকে তা জানানো। ঘটনার সত্যমিথ্যা নির্ণয়ের দায় মিডিয়ার নেই। ঘটনার 'এজ ইট ইজ' বিশ্লেষণ থেকে জনগণই সত্যমিথ্যা নির্ণয় করে নেবে। পারসোনা কান্ডের 'এজ ইট ইজ' বিশ্লেষণ থেকে নিজেদের গ্রাহক শ্রোতাকে বঞ্চিত করলো কেনো কতিপয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া !নিজেদের পাঠক শ্রোতাকে তথ্য জানানোর অধিকার থেকে বঞ্চিত করে তারা কার অধিকার রক্ষা করার মিশনে নেমেছে? স্বভাবতই প্রশ্নটি সামনে চলে আসে। এমন চলতে থাকলে প্রথাগত মিডিয়ার উপর থেকে মানুষের আস্থা উঠে গিয়ে ক্রমেই বিকল্প মিডিয়ার দিবে ঝুঁকবে মানুষ। এবং ঝুঁকছেও।