ব্লগে বিরক্ত লাগছে!

সোহেইল মুশফিক
Published : 21 Oct 2011, 11:38 AM
Updated : 21 Oct 2011, 11:38 AM

মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী মানুষ আমি। ব্লগগুলি মত প্রকাশের একটি উৎকৃষ্ট প্লাটফর্মও বটে। যোগ্যতা থাকুক আর না থাকুক, ব্লগীয় নীতিমালার মধ্যে থেকে যে কেউ এখানে যা খুশী লিখে পুলক অনুভব করতে পারে। মূলধারার সংবাদ মাধ্যমগুলিতে অনেকের জন্যই যা অনেকক্ষেত্রে সম্ভব হয়ে উঠেনা। ব্যক্তিগতভাবে আমি নিজে অন্য কোথাও হাঁপিয়ে উঠলে ব্লগগুলিতে এসে ঢুঁ মারি তাজা কিছু অক্সিজেনের আশায়। কারন এখানে যারা লিখে, মনের আনন্দে প্রাণের উচ্ছাসে লেখে। লেখকরা এখানে স্বপ্রণোদিত বলে নিজের সেরাটাই শেয়ার করার চেষ্টা করে। সম্প্রতি কিছু কিছু লেখা এবং মন্তব্য পড়ে মনে হচ্ছে, ক্রমে ক্রমে ব্লগকে একটা ফাজলামীর জায়গা বানিয়ে ফেলছি আমরা। নিঃশ্বাস নিতে এখানে কষ্ট হয় এখন। বিরক্ত লাগে। নিজের জন্য কি একটি জায়গাও অবশিষ্ট রাখবেনা বাঙালি?