আর কোন সন্তান নয়… শেষ পর্ব

মুর
Published : 14 May 2012, 03:14 PM
Updated : 14 May 2012, 03:14 PM


অন্যের ঘাড়ে দোষ চাপানোর আগে নিজেদের ব্যর্থতার কথাও আমাদের ভাবতে হবে। গত তিন পর্বে অন্যদের ঘাড়ে দোষ চাপিয়েছি আজ নিজেদের ঘাড়ে চাপাবো। বেশির ভাগ বাবা মা চান তার সন্তান পড়াশুনা, ড্রয়িং,আবৃত্তি,খেলাধুলা, নাচ গানসহ সবদিকেই ভালো করুক। শিশুর ধারণক্ষমতার দিকে তারা খেয়ালই করেন না। শিশুর পিছিয়ে পড়ার জন্য অনেক কিছুকে দায়ী করা গেলেও নিজর অজান্তে আপনিও হতে পারেন সেই ব্যর্থতার কারণ।

আমাদের উচিৎ শিশুর সংগে কথা বলা, তাদের কথা বলতে দেয়া, সঙ্গ দেয়া, ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখানো, বয়স অনুযায়ী খেলনা দেয়া, বেড়াতে নিয়ে যাওয়া ইত্যাদির মাধ্যমে শিশুদের মধ্যে উদ্দীপনা তৈরি করতে হবে যাতে করে সে অন্যদের তুলনায় পিছিয়ে না পড়ে।

এক কথায়, শিশুর মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে হবে।