প্রত্যাশা

মোতসিম
Published : 14 Jan 2013, 05:52 PM
Updated : 14 Jan 2013, 05:52 PM

সবুজ প্রান্তর আজ দখলে নিয়েছে ধবল তুষার । মানুসের মত পথও যে কখনো কখনো বড় একা হয়ে পড়ে সেটা আজ নুতন করে অনুভব করলাম। গভীর অন্ধকারে পথিক বিহীন আমার ফেলে আসা গ্রামের মেঠো পথের নিঃসঙ্গতা আমাকে এভাবে কখনো বিচলিত করেনি। হয়তবা আমার অনুভুতিগুলো ততটা সুক্ষ ছিলনা। কিন্তু কেন জানি আজ তুষার আবৃত চেনা পথকে খুব বেশি একা মনে হচ্ছে।

পথহারা পথিকের ব্যাকুলতা সম্পর্কে কম বেশি আমদের সবারই ধারণা আছে। কিন্তু পথিক বিহীন পথের এ নিরবতা আমাকে ব্যথিত করছে। হয়তবা আর কটা দিন পর নব সুর্যোদয়ের সাথে সাথে পথ খুঁজে পাবে তার পুরোনা মিত্র পথিক বন্ধদের। সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম —–