বরিশালে পথশিশুদের নিয়ে ঈদ উৎসব

নাইম ইসলাম
Published : 14 June 2018, 02:55 PM
Updated : 14 June 2018, 02:55 PM

আমাদের চারপাশে এমন অনেক শিশু আছে যাদের  প্রতিটি দিন কাটে অযত্নে। সামান্য স্নেহমাখা দুটো কথা অথবা আদর মেশানো মমতার স্পর্শ এদের ভাগ্যে জোটে না। এসব সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ছড়িয়ে দিতে এবারের ঈদে বরিশাল মহানগরীতে কাজ করেছে স্থানীয় সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)।

'তোদের ঘিরেই আমাদের ইদ'  ক্যাম্পেইনে আড়াইশ অসহায় শিশুর মুখে হাসি ফোটাতে গতকাল বুধবার (১৩ জুন) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ঈদ উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কিছু উদ্যমী তরুণদের নিয়ে গড়ে ওঠা এ সংগঠনের এবারের ঈদ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার মাননীয় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানে আড়াইশ পথশিশুকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়। বরিশাল নগরীর ত্রিশ গোডাউন, লঞ্চঘাট, বঙ্গবন্ধু কলোনিসহ বরিশালের বিভিন্ন জায়গার সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে বরিশালের প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হলে 'তোদের ঘিরেই আমাদের ঈদ' সিজন-২ এর মাধ্যমে বাচ্চাদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে সংগঠনটির সদস্য, রক্তদাতা ও দাতা সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, বরিশাল জেলা সিভিল সার্জন ডাক্তার মো. আনোয়ার হোসেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মাননীয় পরিচালক ডাক্তার মো. বাকির হোসেন।

এমন মানবিক আয়োজনের   জন্য জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান তার বক্তব্যে  বিবিডিসির সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

অসহায়, দুঃস্থ এ শিশুদের জন্য একটু ভালো কিছু করতে বরিশালের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।ঈদ উৎসব ২০১৮ নিয়ে বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আওলাদ খান জানান,  "কারো জন্যে কিছু করার বেলায় আমরা তরুণরা অতো হিসাব করিনা। সবসময়, সবকিছুতে আমাদের একটু বেশি দিতেই ভালো লাগে। পথে পথে ঘুরতে থাকা শিশুদের জন্য এমন কিছু করতে পারা সত্যিই আনন্দের।

"দ্বিতীয়বারের মতো এমন স্বার্থক এক আয়োজনের জন্য বরিশালবাসীসহ বিবিডিসির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের সহযোগিতায় এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি।"

উল্লেখ্য, বরিশাল ব্লাড ডোনারস ক্লাব একটি নিবন্ধিত, অরাজনৈতিক, অলাভজনক এবং সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক সংগঠন।

২০১২ সালের ৩১ জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জরুরি মুহূর্তে অসহায় মানুষদের রক্ত সেবা দিয়ে অাসছে  তারা। রক্তের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদানে বিভিন্ন জায়গায় নিয়মিত ক্যাম্পেইন করে যাচ্ছে সংগঠনটি।