কম্পোজার সহ laravel ইন্সটল করার সহজ উপায়

নাফিজ হোসেন
Published : 23 Sept 2014, 05:44 PM
Updated : 23 Sept 2014, 05:44 PM

পিএইচপি 'র   অনেক ধরনের     framework   আছে  । তার  মধ্যে  বেশি ভাগ  কোডার  codeigniter   ব্যাবহার   করতে  বেশি পছন্দ করে। সময়ের পরিবর্তনে    অনেক কিছুর পরিবরতন হয়, আবার  যুগের  চাহিদাও  থাকে। codegniter framework  এক  সময়

অনেক চলেছে   এখন সেই  যুগের মনে  হয় সমাপ্তি  পথে।   নতুন  framework  laravel

আসার ফলে  সকলে  laravel  এর দিকে  ঝুকেছে কোডার রা।  এই  লারাভেল নিয়ে  আজকে  আমার  টিউন। কিভাবে  কম্পোজার সহ লারাভেল ইন্সটল করবেন  তা  স্টেপ  বাই স্টেপ  দেখানো  হবে।  laravel  ইন্সটল  করার জন্য  কিছু  সার্ভার   রিকুয়ারমেন্ট  আছে।

         ১) PHP 5.5

         2)Xampp  1.8.3

         ৩)MCrypt PHP Extension

http://laravel.com/docs/4.2/installation  এই সাইট  গিয়ে   শিখতে পারেন কিভাবে  ইন্সটল দিতে হয়।

স্টেপ ১:  প্রথমে  আপনে  xampp controller  পেনেলে  গিয়ে    Apache   পাশে    config

আছে  সেখানে  ক্লিক  করুন   এবং PHP    browser option    ক্লিক  করে php    ফোল্ডারে  যান  সেখানে  php.ini    ফাইল টা  এডিটর  নিয়ে extension=php_php_openssl.dll  এর সেমিকলন টা  রিমভ করেন এবং save   দেন।

স্টেপ ২:     আপনে  xampp controller    পেনেলে   গিয়ে  shell  বাটনে  কিল্ক  করুন  কমান্ড ব্রউজার  ওপেন হবে।

এই

সাইটে গিয়ে

পি এইস পি  র   অনেক ধরনের     framework   আছে  । তার  মধ্যে  বেশি ভাগ  কোডার  codeigniter   ব্যাবহার   করতে  বেশি পছন্দ করে। সময়ের পরিবর্তনে    অনেক কিছুর পরিবরতন হয়, আবার  যুগের  চাহিদাও  থাকে। codegniter framework  এক  সময়

অনেক চলেছে   এখন সেই  যুগের মনে  হয় সমাপ্তি  পথে।   নতুন  framework  laravel

আসার ফলে  সকলে  laravel  এর দিকে  ঝুকেছে কোডার রা।  এই  লারাভেল নিয়ে  আজকে  আমার  টিউন। কিভাবে  কম্পোজার সহ লারাভেল ইন্সটল করবেন  তা  স্টেপ  বাই স্টেপ  দেখানো  হবে।  laravel  ইন্সটল  করার জন্য  কিছু  সার্ভার   রিকুয়ারমেন্ট  আছে।

         ১) PHP 5.5

                2)Xampp  1.8.3

             ৩)MCrypt PHP Extension

http://laravel.com/docs/4.2/installation  এই সাইট  গিয়ে   শিখতে পারেন কিভাবে  ইন্সটল দিতে হয়।

স্টেপ ১:  প্রথমে  আপনে  xampp controller  পেনেলে  গিয়ে    Apache   পাশে    config

আছে  সেখানে  ক্লিক  করুন   এবং PHP    browser option    ক্লিক  করে php    ফোল্ডারে  যান  সেখানে  php.ini    ফাইল টা  এডিটর  নিয়ে extension=php_php_openssl.dll  এর সেমিকলন টা  রিমভ করেন এবং save   দেন।

স্টেপ ২:     আপনে  xampp controller    পেনেলে   গিয়ে  shell  বাটনে  কিল্ক  করুন  কমান্ড ব্রউজার  ওপেন হবে।

এই

সাইটে গিয়ে

Cmd   তে  এই লাইন টি পেস্ট করুনphp -r "eval('?>'.file_get_contents('https://getcomposer.org/installer'));"

এবং  পেস্ট   করার আগে  cd  php লিখ enter প্রেস করুন।

এবার  composer   ডাউনলোড    হবে।

স্টেপ ৩)  এবার  xampp   control  পেনেলে গিয়ে  config  cllick  করে   ব্রউজার php   ফোল্ডার টি ওপেন করে সেখানে   composer.bat   ফাইল  তৈরি করেন এবং  ওই  bat   ফাইলে
 @ECHO OFF

SET SUBDIR=%~dp0

php %SUBDIR%\composer.phar %*

 এই  কোড টি পেস্ট  করেন  save  ক্লিক করেন।

 Shell  এর cmd  prompt

# composer লিখে  কিল্ক  করুন এবং  কিছুখন  অপেক্ষা করুন।

এর পর  cmd  তে   # cd  htdocs  লিখে  enter press  করুন।

স্টেপ ৪): http://laravel.com/docs/4.2/quick  এই লিঙ্ক থেকে

composer create-project laravel/laravel your-project-name --prefer-dist লিখাটি  কপি করে  cmd  তে পেস্ট করুন এবং   your-project-name   নামের  জায়গাতে  আপনার প্রজেক্ট এর নাম লিখুন।
 এবার enter  press  করুন।  download  হতে  থাকবে ।  ডাউনলোড শেষ হলে  ব্রাউজার  localhost/ আপনার প্রজেক নাম লিখুন  এন্টার প্রেস করুন ব্যস  ইন্সটল  হয়ে  গেল।

এই সাইটে ভিডিও  দেখতে পারেন  ।