ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ-বিভাগের পরীক্ষা

ভবঘুরে
Published : 21 Nov 2011, 05:11 AM
Updated : 21 Nov 2011, 05:11 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ-বিভাগের পরীক্ষা কেন একধিকবার নিতে হচ্ছে? যে সকল পরীক্ষার্থীরা প্রথমবার পাস করেছিল বা মেধা তালিকায় স্থান পেয়েছিল, তারা এবার যদি পাস না করে তাহলে কী হবে।

পাসকৃত ছাত্ররা তো অন্য প্রতিষ্ঠান থেকে অব্যাহতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য, তারা যদি এবার পাস না করে তবে তো তারা পুরাতন প্রতিষ্ঠানেও ফিরে যেতে পারছেনা।

অনেকে আর কোথাও পরীক্ষা দেয়নি কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করছে বলেই জানে।

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের তীব্র নিন্দা জানাই এ ধরেনের পাবলিক পরীক্ষায় ভুল করার জন্য।
প্রথমবারই ভুল পাওয়া উচিত ছিল।

এখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষের।

ঢাকা বিশ্ববিদ্যালয়