মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা কথার প্রতিফল চাই

এ.এইচ.এম নাহিদ কবীর
Published : 9 Jan 2012, 10:44 AM
Updated : 9 Jan 2012, 10:44 AM

এক সভায় আমাদের দেশের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলন প্রতিবন্ধিদের কেউ চাকুরী দিতে না চাইলে আমাকে বলবেন আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা ও মানুষ আমাদের ও অনেক স্বপ্ন কিন্তু আমাদের স্বপ্নগুলো ভেঙ্গে যায় যখন দেখি সরকারী কোন আদেশ মানা হয় না। প্রতিবন্ধিদের জন্য ১০% কোটা সংরক্ষন আছে সরকারী ও বেসরকারী ক্ষেত্রে কিন্তু দেখা যায় কোন কোন অফিস বলে তারা এই কোটা সংরক্ষন করে না তাদের এই নিয়ম নাই। যদি সরকারী আদেশই থাকে তবে কেনই বা এমন বলে। আমরা কষ্ট করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হব এবং ভাইবা দিব কিন্তু শেষে দেখব আমাদের চাকুরী হয় নাই। আমরা এমন এ্কটা মাধ্যম চাই যার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমাদের সুবিধা ও ‍অসুবিধার কথা জানাতে পারব ও দেখা করতে পারব। যারা আমাদেরকে চাকুরী দিতে চাইবে না তাদের বিরুদ্ধে যাতে আমরা বলতে পারি। আমাদেরকে সাহায্য করুণ প্লিজ আমরা অবহেলিত আমাদেরকে দেখার কেউ নেই। আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।