নোবেল প্রাপ্তির নতুন ফর্মুলা আবিষ্কার…

নামহীণ
Published : 11 May 2012, 04:01 AM
Updated : 11 May 2012, 04:01 AM

আজ ভাবতে ভাল লাগে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জলে স্থলে অন্তরীক্ষে তার পদচারণ দেখে সকলে মুগ্ধ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের একজন কৃতী সন্তান এমন এক ফর্মুলা আবিষ্কার করেছেন যা পুরো পৃথিবীর মানুষকে তাক করে দিয়েছে। কি সেই যুগান্তকারী ফর্মুলা যা নিয়ে এত হৈচৈ? বিভিন্ন মিডিয়া থেকে যানা গেছে যে ফর্মুলাটি হচ্ছে কিভাবে নোবেল পুরস্কার পাওয়া যায় তার উপর।এই ফর্মুলার কল্যাণে যে কেউ নোবেল পুরস্কার পেতে পারেন বলে যানা গেছে। ফর্মুলা সম্পর্কে জানতে চাইলে আবিষ্কারক বলেন,"নোবেল কীভাবে আসে- তা আমাদের এখানে অনেকেই জানেন"। এই যুগান্তকারী আবিষ্কারে দেশের সকল শ্রেণীর মানুষ অতি গর্বিত। দেশের আনাচে কানাচে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। রাস্তার এক ভিক্ষুককে তার অনুভুতি সম্পর্কে যানতে চাইলে তিনি বলেন,"কি বুলছেন ভাই হামিও নোবেল পামু"। তবে বিশেষজ্ঞরা বলেছেন শুধুমাত্র ফর্মুলা আবিষ্কার করলেই চলবে না এর প্রমাণও করে দেখাতে হবে।অর্থাৎ আবিষ্কারককে একাধিকবার নোবেল পেয়ে দেখাতে হবে। তাই জাতি আজ এই কৃতী সন্তানের দিকে চেয়ে আছে।