নারায়ন সরকার
Published : 11 May 2016, 11:13 AM
Updated : 11 May 2016, 11:13 AM

প্রত্যেক মানুষের বেঁচে থাকার নিজস্ব ধরণ থাকে, এবং তারা সেভাবেই তাদের জীবনকে উপভোগ করতে পারে। আমাদের স্থুল দৃষ্টিতে যাদের আমরা উন্মাদ বলি, এমনও তো হতে পারে তারা জীবনের যে গভীরতায় পৌঁছে গেছে আমরার মানে কথিত সুস্থ মানুষেরা সেই পর্যন্ত পৌঁছাতেই পারিনি। আর সে কারণে তাদের আচরণ, জীবনধারা বা চলাফেরায় আমরা উম্মাদের গন্ধ পাই। আসলে আমরা জীবিকা, প্রতিষ্ঠা, সংসার, সমাজ, স্ট্যাটাস, অর্থ, প্রতিপত্তির নেশায় এমনই হন্যে হয়ে ছুটছি যে জীবনটাকে উপভোগ করার নিগুঢ় দিকগুলি নিয়ে ভাবতেই পারি না। আর সেটা পারে আমাদের দৃষ্টিতে যারা উন্মাদ তারাই। কারণ তাদের জীবনে এসবের কোন বালাই নেই। তারা নির্লিপ্তভাবে শুধু জীবনকেই উপভোগ করতে পারে।

ছবিটি আজ সকালে হাতিরঝিল থেকে তোলা।