নারায়ন সরকার
Published : 4 June 2016, 09:44 AM
Updated : 4 June 2016, 09:44 AM

ঢাকা শহরে প্রায় আড়াই লক্ষ পথশিশু ও কর্মজীবী পথশিশু বসবাস করছে। যে সকল পথশিশু শুধু কাজের জন্য পথে আসে এবং কাজ শেষে বাবা-মা বা অন্য আত্মীয় পরিজনের কাছে ফিরে যায়, তারা রাতে অন্তত একটা ছাদের নীচে ঘুমোতে পারে। কিন্তু যে সকল পথশিশু একেবারেই একাকী ঢাকা শহরে থাকে তারা এভাবেই খোলা আকাশের নীচে তাদের রাত্রিযাপন করে।