নারায়ন সরকার
Published : 7 August 2016, 03:42 AM
Updated : 7 August 2016, 03:42 AM

শিশুটি দিনের কতটা সময় তার জীবিকান্বেষণে ব্যয় করেছে জানি না। তবে সারাদিনের পরিশ্রমের পর নিশ্চিন্ত মনেই রাস্তার ধারে ঘুমিয়ে পড়েছে। সাথে আগলে রেখেছে তার জীবিকার সম্বলটি – চায়ের ফ্লাক্স। তবে তার এই ঘুম যে নিষ্কন্টক হবে সেটার কোন নিশ্চয়তা নেই, কারণ শ্রাবণের মেঘলা আকাশ, যে কোন সময়ে হুড়মুড় করে বৃষ্টি নেমে আসতে পারে। এ রকম অসংখ্য গৃহহীন শিশু আমাদের শহরগুলোতে জীবিকান্বেষণে পথে পথে ছুটে চলেছে।

ছবিটি আজ সকালে (৭ আগষ্ট, ২০১৬) ভোর ৫ঃ৩০ ঘটিকায় হাতিরঝিলে তোলা।