গাজী নাসিরুদ্দিন আহমেদ
Published : 31 March 2011, 06:59 AM
Updated : 31 March 2011, 06:59 AM

খেলা হচ্ছে। ক্রিকেট খেলা। কাল থেকেই ভাবছিলাম খেলা দেখবো। ভারত-পাকিস্তানের খেলা; খেলার বাইরে বাড়তি উত্তাপ তৈরি করে। সেই উত্তাপের আঁচও এবার বেশ লেগেছে আমার মাঝে। এই দেশে, এই দেশের আলো হাওয়ায় মাঝে মাঝেই পাকিস্তান প্রীতির বিষ দেখি আমি। খেলা এলে সেটি আরো উবর্রা হয়ে ওঠে। সে কারণে নিজের বিরক্তি চেপে রাখতে পারিনি। আমি বিরক্ত; খেলা হচ্ছে দেখে আমি বিরক্ত। আমি খেলা দেখছি না। কী করবো বুঝছি না। যাই আবার টিভির সামনেই যাই।