সে কেন তারকা?

গাজী নাসিরুদ্দিন আহমেদ
Published : 31 March 2011, 07:02 AM
Updated : 31 March 2011, 07:02 AM

ওইদিন হঠাৎ করেই বন্ধু এসএমএস করে জানালো দেশ টিভি দেখো। মনে পড়লো সুমনের গানের কথা। অনেকটাই মিস করে পরে দেখতে বসলাম। সুমনের পাশে মঞ্চে দেখলাম এখানকার এক গায়ককে। বেশ পরিচিত গায়ক। তারকাই বলতে হবে তাকে। গান করছেন সুমন। সামনে কাগজপত্তর কিছু দেখলাম না। তবে উপস্থাপকের সামনে ভরা কাগজের রীতিমতো স্তূপ। শেষদিক এসে অনেকের মতো এই উপস্থাপকও জিজ্ঞেস করলেন তোমাকে চাই গানের তুমিটা কে। অনেক প্রস্তুতি নিয়ে এসে এমন হাস্যকর প্রশ্ন করতে দেখে আমাদের চেয়ে মেজাজ খারাপ হলো বেশি। এই প্রশ্ন ছাড়াও মঞ্চে তার অস্বস্তিকর উপস্থিতি মানসিক পীড়া হয়ে দাঁড়িয়েছিল। এধরণের তারকাদের যেন ভবিষ্যতে এরকম আয়োজনে দেখতে না হয়।