নতুন ধান পুবেলা বাতাসে উড়াচ্ছেন গ্রামের গ্রামের বধু

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 11 May 2017, 04:09 AM
Updated : 11 May 2017, 04:09 AM

ধান থেকে চাল প্রস্তুতের ধাপগুলোর মধ্যে অন্যতম বাতাসে ধান উড়ানো, এতে ত্রুটিপূর্ণ ধান আলাদা হয়ে অনত্র জমা হয়, যদিও আজকাল মেশিনের মাধ্যমেও ধান উড়ানোর ব্যাবস্থা রয়েছে তবুও দেখা যায় কুলা দিয়ে গ্রামের বধুদের নতুন ধান প্রস্তুতের ঐতিহ্যবাহী দৃশ্য। ছবিটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা খেকে তোলা।