ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের সকল নাগরিক সাংবাদিক, পাঠক, শুভাকাঙ্ক্ষী সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আনন্দময় হোক সকলের ঈদ, কল্যাণময় হোক সচেতন নাগরিকের জীবন, শুভ হোক ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পথচলা, মঙ্গল হোক সকলের। ছোট্ট এই শুভেচ্ছা বার্তায় স্মরণ করতে চাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গানের কিছু কথা,
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
ডিজাইন: নাভিদ ইবনে সাজিদ নির্জন

ফারদিন ফেরদৌস বলেছেনঃ
আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা। মঙ্গলময় ও কল্যাণময় হোক সবার জীবন।
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
প্রিয় ফারদিন ফেরদৌস ভাই, বগুড়া আসবেন নিশ্চয়; দাওয়াত রইলো। দুটো দিন পরেই তো ঈদ! ভাবতেই মনটা খুশি হয়ে যায়। ভালো থাকুন, আপনারও জীবন হোক মঙ্গলময় ও কল্যাণময়।
আইরিন সুলতানা বলেছেনঃ
আপনার নাম নির্জন হলেও আপনি বেশ সরব। 🙂 আপনার ফটোগ্রাফি আর এই গ্রাফিক্সের প্রতি আগ্রহ দারুণ লাগে।
ঈদে সাধারণত গ্রামে যাওয়া হয় না। এবার একেবারে চান রাতেই (২৯ রোজার রাতে, আর সবাই বলছে সোমবারেই ঈদ অথবা ইদ হবে) ট্রেন ধরছি উত্তরবঙ্গের।
বগুড়া মহাস্থানগড় যাওয়ার আগ্রহ রয়েছে খুব। দেখা যাক। আপনার জন্য শুভেচ্ছা থাকলো।
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
প্রিয় আইরিন আপা, অবশ্যই বগুড়া’র মহাস্থানগড় আসুন, আপনাকে বগুড়া’র সুস্বাদু দই অবশ্যই খাওয়াবো। বগুড়া আসার আগেই আমাকে মোবাইলে জানাবেন।
উত্তরবঙ্গের ট্রেন ভ্রমণ শুভ হোক, সাবধানে বাড়ি ফিরুন; পরিবারের সাথে ভাল কাটুক আপনার ঈদ।
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক!
নিতাই বাবু বলেছেনঃ
আপনার জন্যও রইল, পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা । সুন্দর হোক আপনার জীবন ।
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
প্রিয় নিতাই দাদা, ধন্যবাদ। ঈদ মোবারক!
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
শুভেচ্ছা আপনাকেও ।
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
প্রিয় ব্লগার সুকান্ত দাদা, বগুড়া আসুন, দাওয়াত রইলো।
ঈদ মোবারক!
সৈকত বলেছেনঃ
ঈদ নিশ্চয়ই ভাল কেটেছে
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
ঈদ কেটেছে বেশ 😛