‘একুশ মানে মাথা নত না করা’

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 19 Feb 2018, 03:50 AM
Updated : 19 Feb 2018, 03:50 AM

ভাষা আন্দোলনের গৌরবদীপ্ত মাস ফেব্রুয়ারি। মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে যাঁরা মাথা নত করেননি, জীবন দিয়ে যাঁরা আমাদের উপহার দিয়েছেন বাংলা ভাষা, শ্রদ্ধা জানাই তাঁদের প্রতি। তাঁদের আত্মার শান্তি প্রার্থনা করছি।

বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) জাগ্রত করুক আমাদের ভাষার প্রতি ভালোবাসা। একুশ আমাদের স্মরণ করিয়ে দিক, 'একদিন মুখের ভাষার জন্য যুদ্ধ করেছেন এদেশের বীর সন্তানেরা, আজ মুখের খাবার কেড়ে নিলেও কেন আমরা চুপ থাকি?'।

ছবি: নাভিদ ইবনে সাজিদ নির্জন

জেগে উঠুক বাংলার মেহনতী মানুষ। বাংলা ভাষার প্রতি সম্মান বজায় থাকুক। সকল ভেদাভেদ ভুলে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের প্রাণের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই বিশ্বের শিখরে। সকলের প্রতি শুভকামনা রইলো। সচেতন নাগরিক, সচেতন নাগরিক সাংবাদিকদের জয় হোক; জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাঙালির।