আলোকচিত্রে শ্রদ্ধা-ভালোবাসার একুশে ফেব্রুয়ারি

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 21 Feb 2018, 09:03 AM
Updated : 21 Feb 2018, 09:03 AM

ভালোবাসা ও শ্রদ্ধায় একুশে ফেব্রুয়ারি! ছবিগুলো গতবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার বগুড়া থেকে তোলা।

আলোকচিত্রী: নাভিদ ইবনে সাজিদ নির্জন

বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রতি শ্রদ্ধাঞ্জলি

ভাষা আন্দোলনের রক্তিম লাল রঙের শাড়িতে নতুন দিনের শিশু

ভাবলাম এই ছবিটা সবাইকে দেখানো উচিত। ছবিটা ফেব্রুয়ারির নয়, এটা তুলেছি ২৬ মার্চ। কেন্দ্রীয় শহীদ মিনার বগুড়ায় এই ছবিটা তুলেছি পুলিশ অফিসারের অজান্তে। যখন তিনি খেয়াল করলেন আমি ছবি তুলছি, তখন আমাকে ভালো করে আরেকটা ছবি তোলার ইশারা দিয়ে তার ছেলে মেয়েদের কাছে নিয়ে দাঁড়ালেন।

কর্মব্যস্ততার মাঝেও বাংলাদেশ পুলিশের একজন সদস্য তার সন্তানদের লাল সবুজে সাজিয়ে শহীদ মিনারে নিয়ে এসেছেন, বিষয়টা গর্বের।

লাল সবুজের প্রতি ভালোবাসা তরুণ প্রজন্মের হৃদয়ে অটুট থাকুক।

রং তুলিতে মনের আনন্দে মেয়েটি আঁকছে

সবুজের বুকে লাল; আমাদের জাতীয় পতাকা হাতে একটি শিশু

বাবুই এর শ্রদ্ধাঞ্জলি একটু ভিন্ন। ওরা নিজেরাই একটা শহীদ মিনার বানিয়ে ফুলে সাজিয়ে তা বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে রেখে শ্রদ্ধা জানিয়েছে।

কোমল গালে লাল সবুজের রঙ তুলিতে আমাদের জাতীয় পতাকা

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির পাশে দাড়িয়ে আছে আজকের প্রজন্ম। আমি চাই সে জানুক লাল সবুজের যে পতাকা আজকে উড়ছে, যে ভাষায় আমরা কথা বলছি, কতো রক্ত, ত্যাগের বিনিময়ে সেই ভাষা, সেই পতাকা আমাদের হয়েছে, এই গল্পটা তারা জানুক।