নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 26 Feb 2018, 11:33 AM
Updated : 26 Feb 2018, 11:33 AM

ফাল্গুনের এক বিকেলে বসন্তের বাতাসের বগুড়া সদরে আমার বাড়ির ছাদ থেকে ছবিটা তুলেছি। মনে পড়ে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার শেষ কথাগুলো-

"সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।"