বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় সবুজ ঘেরা আমার গ্রাম ‘দেবডাঙার’ কিছু আলোকচিত্র।
সবুজ ধানক্ষেত, নীল আকাশ।
সামনে জমিটা সম্ভবত গমের। দূরের জমিগুলোর ‘আইল’ ঘেসে জন্মানো কিছু সবুজ ঘাস খাচ্ছে এক দল ছাগল। আকাশটা নীল!
মনে পড়ে প্রিয় কবি জীবনানন্দের কবিতা:
“এখানে আকাশ নীল- নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল
ফুটে থাকে হিম শাদা- রং তার আশ্বিনের আলোর মতন!”
সবুজ ধানক্ষেত। দূরের কিছু জমির রং টিয়া পাখির শরীরের মতো। এই রং আমার ভীষন প্রিয়।
আমার গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তা
ধানের চারা গাছের ওপর বিকেলে সূর্যের কমলা রঙের আলো পড়ছে
আমার গ্রামের লোকজনের মুখে শুনেছি ওই জঙ্গলে না কি ভূত থাকে!
বৃষ্টির পর উঠোনে শ্যাওলা পড়ে আছে। এই শ্যাওলার ওপর এতোই আছাড় খেয়েছি! হিসেব নেই।
বিদ্যুতের তারের ওপর কিছু পাখি বসে আছে।একফালি সবুজের বুকে নীল আকাশটা উঁকি দিচ্ছে।
এটা হচ্ছে পাটের ক্ষেত। দূরে দেখা যাচ্ছে দুইটি নেটওয়ার্ক টাওয়ার। সবুজ ঘেরা আমার গ্রামটা কিন্তু থ্রিজি, এখন ফোরজি হবে।
শহুরে জীবনের ব্যাস্ততায় প্রিয় গ্রামে যাওয়া হয়না অনেকদিন। শৈশবে এই জমিগুলোর আইল ধরে কতো দৌড়েছি!
ছোটবেলায় মাঝেমধ্যে এই কলা বাগান থেকে কাঁচাকলা চুরি করে পাশের জমিতে পুড়িয়ে খেয়েছি!
গ্রামে গেলে আমি, আমার মামা ড. ইকবাল সহ আরো কয়েকজন মিলে এই আমগাছের ছা য়ায় বসে বৈশাখ-জৈষ্ঠ্যের সময় খুব আড্ডা হত।এখন সময় কাটে অবহেলায়, গ্রাম থেকে বহুদূরে। যেখানে বৈশাখের ঘ্রাণ আসেনা।
আমার গ্রামের কথা মনে পড়ে, শেকড়ের কথা মনে পড়ে। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে আমার সবুজ গ্রামে হারিয়ে যাই।
আলোকচিত্রী: নাভিদ ইবনে সাজিদ নির্জন
ফাহিম সারমিন বলেছেনঃ
নিপুন হাতের ছোঁয়ায় যেন জীবন্ত প্রকৃতি ” অনেক দিন পর ক্ষনিকের তরে হারিয়ে গেলাম, সবুজের অরন্যে ” অনেক সুন্দর!!
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
মন্তব্যের জন্য প্রিয় ব্লগার সারমিন আপাকে ধন্যবাদ। এরকম মন্তব্য উৎসাহ যোগায়। ভালো থাকুন আপা। অনেক অনেক শুভকামনা।
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
কী অসাধারণ! বাহ!
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
ধন্যবাদ ফেরদৌস ভাই।
যহরত বলেছেনঃ
বাংলাদেশ হয়ে উঠুক এমনই সবুজ।সুন্দর পোস্ট।আপনাকে শুভেচ্ছা নির্জন ভাই।
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
আমার অনেক প্রিয় এবং শ্রদ্ধেয় একজন মানুষ যহরত ভাই। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন ভাই।
রেজওয়ান বলেছেনঃ
ছবিগুলো সুন্দর। গ্রাম বাংলার চিরায়ত রূপ ধরা দিয়েছে। কিন্তু বেশীর ভাগেই saturation খুব বেশী।
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
মন্তব্যের জন্য রেজওয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি যতদূর বুঝি এটা একরকম পোস্ট প্রোসেসিং, সরাসরি স্যাচুরেটেড নয়। বিশ্যখ্যাত গুগল নিক থেকে এটা এইচডিআর ডীপ ফরম্যাট এর ডিফল্ট স্যাচুরেশন। এইচডিআর বা হাই ডেফিনেশন রেঞ্জ এর স্যাচুরেশন লেবেল কম বেশী হয়। ডীপ এইচডিআর এর গ্রহণযোগ্যতা প্রচুর। তবে, স্যাচুরেশনের যে বিষয়টা, আমি মনে করি এইচডিআর এ ডীপ স্যাচুরেশন সাইকোলজিক্যালি একটা ধাক্কা দেয়। মস্তিষ্ক একরকম কালার এডিক্টেড টাইপ হয়। যদিও আমি এইচডিআর এর ডিপ ফাংশন কম ব্যাবহার করি, তবুও মাঝে মাঝে এর ভিতর আমার ভালোলাগা কাজ করে।
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
ধন্যবাদ ব্লগ টিম। আজকে আমার তোলা ছবি এই ব্লগের কভারে স্থান পেয়েছে! ভাবতেই অবাক লাগে আজকে এই ব্লগের প্রতিটি ব্লগারের প্রোফাইলের কভারে আমার তোলা ছবি!
ধন্যবাদ ব্লগ টিম। জয় হোক নাগরিক সাংবাদিকতার, জয় হোক বিডি নিউজ ব্লগ এর!